মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 3, 2025 9:57 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে ডিফেন্স একিউজিশন কাউন্সিল আজ নীতিগত ভাবে দেশে তৈরী এক লক্ষ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সামগ্রী কেনার ব্যাপারে সায় দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বে ডিফেন্স একিউজিশন কাউন্সিল আজ নীতিগত ভাবে দেশে তৈরী এক লক্ষ কোটি টাকা মূল্যের প্রতিরক্ষা সামগ্রী কেনার ব্যাপারে সায় দিয়েছে। যে সমস্ত সামগ্রী কেনা হবে তার মধ্যে আছে আরমার্ড রিকভারি ভেহিকেল, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, সার্ফেস টু এয়ার মিসাইল প্রভৃতি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এর  ফলে সেনাবাহিনীর আকাশ প্রতিরোধী সক্ষমতা ব্যবস্থা আরও জোরদার ও ব্যবস্থাকে আড়ও মজবুত কড়া সম্ভব হবে। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, এই বরাদ্দকৃত টাকায় কেনা হবে উন্নত মাইন, মাইন প্রতিরোধী যানবাহন, স্বয়ংক্রিয় গাড়ি, উন্নত কামান ছোঁড়ার ব্যবস্থা প্রভৃতি। এই সামগ্রীগুলি তিন বাহিনীরই কাজে লাগবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।