প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ চীনের কুইনদাওতে সাংহাই সহযোগিতা সংস্থা SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। শ্রী সিং গতকাল সন্ধ্যায় চিনে পৌঁছেছেন। এই বৈঠকে SCO-র প্রতিরক্ষা মন্ত্রীরা আঞ্চলিক – আন্তর্জাতিক শান্তি- নিরাপত্তা রক্ষা ও সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে মনে করা হচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহত্তর ক্ষেত্রে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সন্ত্রাসবাদ ও চরমপন্থা নির্মূল করার জন্য যৌথ ও ধারাবাহিক প্রচেষ্টা নেওয়ারও আহ্বান জানাবেন। তিনি SCO-র মধ্যে বৃহত্তর বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা ও নিবিড় যোগাযোগের প্রয়োজনীয়তার উপরও জোর দেবেন।
SCO প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকে, শ্রী সিং চীন ও রাশিয়া সহ বেশ কয়েকটি দেশের প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
প্রসঙ্গত, সাংহাই সহযোগিতা সংস্থা ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত ২০১৭ সালে এর পূর্ণ সদস্য পদ পেয়েছে। বর্তমানে কাজাকিস্তান, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান, বেলারুশ ও ভারত SCO-র। ২০২৫ সালে চীন SCO অন্তর্ভুক্ত প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের সভাপতিত্ব করছে।