প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গতকাল নতুন দিল্লিতে উইঙ্গস টু আওয়ার হোপস- গ্রন্থটির দ্বিতীয় খণ্ড আনুষ্ঠানিক প্রকাশ করেন। এই গ্রন্থে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রদেয় ভাষণ সঙ্কলিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত যে ঐতিহাসিক পদক্ষেপ করেছে তা সন্ত্রাসবাদীদের মধ্যে ভীতির সঞ্চার করেছে।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো উপস্থিত ছিলেন।