May 30, 2025 9:18 AM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট – অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট – AMCA এর ধারাবাহিক উৎপাদন শুরু করার আগে পাঁচটি প্রোটোটাইপ তৈরি করার পরিকল্পনা করছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশ পঞ্চম প্রজন্মের ফাইটার জেট – অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট – AMCA এর ধারাবাহিক উৎপাদন শুরু করার আগে পাঁচটি প্রোটোটাইপ তৈরি করার পরিকল্পনা করছে। নতুনদিল্লিতে, CII বিজনেস সামিটে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, ‘মেক-ইন-ইন্ডিয়া’ আমাদের জাতীয় নিরাপত্তার একটি অপরিহার্য উপাদান এবং অপারেশন সিন্দুরের সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কার্যকর পদক্ষেপে এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিরক্ষা মন্ত্রী জোর দিয়ে বলেন, AMCA এক্সিকিউশন মডেলের মাধ্যমে, দেশের প্রতিরক্ষা মজবুত করতে, বেসরকারি ক্ষেত্রগুলি প্রথমবারের মতো রাষ্ট্রায়ত্ব সংস্থাগুলির সঙ্গে একযোগে কাজ করবে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা কমিটি গত বছর ফাইটার জেট প্রোগ্রামের নীতিগত অনুমোদন দিয়েছে। প্রকল্পের প্রাথমিক উন্নয়ন ব্যয় প্রায় ১৫ হাজার কোটি টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারতীয় বায়ুসেনা দীর্ঘমেয়াদী প্রয়োজনের কথা মাথায় রেখে AMCA প্রকল্পের জন্য জোর দিচ্ছে।