প্রতিরক্ষা মন্ত্রক, ২০২০ র প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়ার সার্বিক পর্যালোচনার সূচনা করেছে। এজন্য, মহানির্দেশকের নেতৃত্বে সব অংশীদারদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রকের উচ্চ পদস্থ আধিকারিক, প্রতিরক্ষা ক্ষেত্রে জড়িত শিল্প এবং শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিরা এই কমিটিতে রয়েছেন। প্রাক্তন আইএএস আধিকারিক অপূর্ব চন্দ্রকে এই কমিটির প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করা হয়েছে।
দেশের নিরাপত্তা সুনিশ্চিত করা ও আত্মনির্ভর ভারতের লক্ষ্যে সশস্ত্র বাহিনীর আধুনিকীকরণ এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলার জন্য প্রতিরক্ষা অধিগ্রহণ প্রক্রিয়া ২০২০ র এই পর্যালোচনা বলে জানা গেছে।