প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লীর কর্তব্যপথে ৭৭ তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সাক্ষী থাকার জন্য প্রায় ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ, স্টার্ট আপ, স্বনির্ভর গোষ্ঠী এবং বিভিন্ন সরকারী উদ্যোগে এঁদের অসামান্য অবদান রয়েছে।
মন্ত্রক জানিয়েছে, দেশ গঠন ও বিভিন্ন জাতীয় কর্মসূচীতে জন ভাগিদারী বাড়াতে তাদের ভূমিকাকে সম্মান জানাতেই এই আমন্ত্রণ। অতিথিদের তালিকায় রয়েছেন অ্যাথলেটিক প্যারা চ্যাম্পিয়ান, রূপান্তরকামী এবং পি এম স্মাইল প্রকল্পের অধীনে পুনর্বাসন পাওয়া ভিক্ষুক, জৈব চাষ করা কৃষক এবং অন্যরা।
Site Admin | January 20, 2026 9:25 AM
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লীর কর্তব্যপথে ৭৭ তম সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের সাক্ষী থাকার জন্য প্রায় ১০ হাজার বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।