December 30, 2025 9:21 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রক আজ ৪ হাজার ছশো ছেষট্টি কোটি টাকা মূল্যের, মুখোমুখি যুদ্ধের উপযোগী কারবাইন ও নৌবাহিনীর জন্য ভারী টরপেডো কেনার বরাত দিয়েছে

প্রতিরক্ষা মন্ত্রক আজ ৪ হাজার ছশো ছেষট্টি কোটি টাকা মূল্যের, মুখোমুখি যুদ্ধের উপযোগী কারবাইন ও নৌবাহিনীর জন্য ভারী টরপেডো কেনার বরাত দিয়েছে। এর মধ্যে ২ হাজার সাতশেো সত্তর কোটি টাকায় ভারত ফোর্জ লিমিটেড ও পিএলআর সিস্টেমস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে মুখোমুখি যুদ্ধ-উপযোগী ৪ লক্ষ কারবাইন কেনা হবে।আত্মনির্ভর ভারত মিশনের আওতায় এই অস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মীত হবে।অন্যদিকে, ১ হাজার আটশো ছিয়ানব্বই কোটি টাকা মূল্যে ওয়াশ সাবমেরিন সিস্টেমস লিমিটেড ইতালি থেকে ৪৮ টি ভারী টরপেডো কেনা হবে। সাবমেরিনের জন্য  এই নতুন অস্ত্র খুবই যুগোপযোগী বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।