মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

May 18, 2025 12:18 PM

printer

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল সপ্তদশ লাঙকোয়াই আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য ও এয়ারোস্পেস প্রদর্শনী(লিমা)-তে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছে।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দল সপ্তদশ লাঙকোয়াই আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্য ও এয়ারোস্পেস প্রদর্শনী(লিমা)-তে অংশগ্রহণ করতে মালয়েশিয়া যাচ্ছে। প্রদর্শনী শুরু হবে আগামী মঙ্গলবার, চলবে চলতি মাসের ২৪ তারিখ পর্যন্ত।সফর চলাকালীন শ্রী শেঠ, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী দাতো সেরি মহম্মদ খালেদ বিন নরদিনের সঙ্গেও বৈঠকে বসবেন।এই বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সমঝোতা ও সামূহিক কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারত ও মালয়েশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি বহুমাত্রিক সম্পর্ক রয়েছে।এর মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তাও রয়েছে।২০২৪ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় বেশ কিছু সমঝোতায় পৌঁছনো সম্ভব হয়েছিল। সেই সূত্রেই আলোচনা আরও সংহত করা হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।