প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ গতকাল ফিরোজপুরে ভারতীয় সেনাবাহিনীর গোল্ডেন অ্যারো ডিভিশন পরিদর্শন করেন এবং বাহিনীর সামরিক প্রস্তুতি, সীমান্ত সুরক্ষা ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রম সংক্রান্ত নানা বিষয়ে পর্যালোচনা করেন।
মন্ত্রী বারকি যুদ্ধ স্মৃতিসৌধে ১৯৬৫ সালের ভারত-পাক যুদ্ধের বীর সেনানী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পূর্ণ সামরিক সম্মানের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি হুসেইনিওয়ালায় শহীদ ভগত সিং, রাজগুরু এবং সুখদেবের সমাধিস্থলে শ্রদ্ধা জানান।
এরপর শ্রী শেঠ ফিরোজপুরে সাম্প্রতিককালে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত এলাকাগুলিও পরিদর্শন করেন। সেনার গোল্ডেন অ্যারো ডিভিশন যেভাবে জেলা প্রশাসন এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় সাধন ক’রে দুর্যোগের সময়ে উদ্ধার ও ত্রাণ কাজ পরিচালনা করেছে, তার প্রশংসা করেন।