প্রতিরক্ষা গবেষনা ও উন্নয়ন সংগঠন ডিআরডিও, নতুন প্রজন্মের আকাশ ক্ষেপণাস্ত্র – AKASH NG র ব্যবহারকারী মূল্যায়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন ক্ষেপনাস্ত্রটি আকাশপথে ভিন্ন পাল্লা ও উচ্চতার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, আকাশপথে আসা যেকোনো ধরনের বিপদের মোকাবিলা করতে সক্ষম আকাশ এন জি, দেশের বায়ু প্রতিরক্ষা ক্ষমতাকে আরো সুদৃঢ় করবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সফল পরীক্ষার জন্য ডি আর ডি ও, বায়ু সেনা এবং প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলির প্রশংসা করেছে।