December 31, 2025 5:04 PM

printer

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডি আর ডি ও, আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফলভাবে সালভো উৎক্ষেপণ করেছে।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডি আর ডি ও, আজ ওড়িশার উপকূলে একই লঞ্চার থেকে অল্প সময়ের ব্যবধানে দুটি ‘প্রলয়’ ক্ষেপণাস্ত্রের সফলভাবে সালভো উৎক্ষেপণ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জের মোতায়েন করা ট্র্যাকিং সেন্সর নিশ্চিত করেছে যে, উভয় ক্ষেপণাস্ত্রই নির্ধারিত গতিপথ অনুসরণ করেছে এবং নির্দিষ্ট লক্ষ্য পূরণ করেছে।

উল্লেখ্য, ‘প্রলয়’ হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত তৈরি সলিড প্রোপেল্যান্ট কোয়াসি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অল্প সময়ের ব্যবধানে ক্ষেপণাস্ত্রগুলির সফল উৎক্ষেপণের জন্য ডি আর ডি ও, ভারতীয় বায়ুসেনা, স্থল সেনা, প্রতিরক্ষা সংক্রান্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং সংশ্লিষ্ট শিল্প-প্রতিষ্ঠানগুলিকে অভিনন্দন জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।