মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2025 12:49 PM

printer

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডিআরডিও গতকাল ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম IADWS -এর প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।

প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা – ডিআরডিও ওড়িশার উপকূলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন ‘ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন সিস্টেম’ (IADWS)-এর প্রথম সফল উড়ান পরীক্ষা সম্পন্ন করেছে। এই বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি একইসঙ্গে তিনটি ভিন্ন লক্ষ্যবস্তু— দুটি উচ্চ-গতির ড্রোন এবং একটি মাল্টিকপ্টার ড্রোন— ধ্বংস করে দিয়েছে।

    প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঐতিহাসিক সাফল্যের জন্য ডিআরডিও এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই ব্যবস্থা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে আকাশপথে শত্রুর হামলা থেকে রক্ষা করতে বিশেষভাবে সহায়ক হবে এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে ভারতকে আরও স্বনির্ভর করে তুলবে।