প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী আজ ওড়িশায় দেশীয় প্রযুক্তিতে তৈরী অস্ত্র- ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। সুখোই ৩০ MKI প্ল্যাটফর্ম থেকে বায়ু থেকে বায়ুতে উৎক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা করা হয়. প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্রটি নির্ভুলভাবে ১০০ কিলোমিটারেরও বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অস্ত্রের সফল উৎক্ষেপণে ডিআরডিও ও আইএফএ-র ভূয়সী প্রসংশা করেছেন। তিনি বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরী এই ক্ষেপণাস্ত্র একটি উল্লেখযোগ্য মাইলফলক হয়ে থাকবে। ডিআরডিও-র চেয়ারম্যান ড. সমীর ভি কামাত অস্ত্রের সফল পরীক্ষায় দলের সমস্ত সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।
Site Admin | July 11, 2025 9:45 PM
প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এবং ভারতীয় বিমান বাহিনী আজ ওড়িশায় দেশীয় প্রযুক্তিতে তৈরী অস্ত্র- ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে
