প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুনদিল্লিতে দশম সশস্ত্র বাহিনী প্রাক্তন সৈনিক দিবসে যোগ দেবেন। ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পার স্মরণে প্রতি বছর ১৪ই জানুয়ারি সশস্ত্র বাহিনী প্রাক্তন সৈনিক দিবস পালন করা হয়। ১৯৫৩ সালের এই দিনে তিনি অবসর গ্রহণ করেছিলেন। ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতের সামরিক ইতিহাসে এক কিংবদন্তী ব্যক্তিত্ব, যিনি সেবা, শৃঙ্খলা এবং দেশপ্রেমের এক স্থায়ী ঐতিহ্যের ভিত্তি স্থাপন করেছিলেন। এই দিনটি সারা দেশে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৩৪টি রাজ্য সৈনিক বোর্ড এবং ভারতজুড়ে ৪৩৪টি জেলা সৈনিক বোর্ডের বিভিন্ন স্থানে পালন করা হবে।
Site Admin | January 14, 2026 10:03 AM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুনদিল্লিতে দশম সশস্ত্র বাহিনী প্রাক্তন সৈনিক দিবসে যোগ দেবেন।