January 9, 2026 9:03 PM

printer

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে দেশ ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে দেশ ক্রমশ আত্মনির্ভর হয়ে উঠছে। উত্তরপ্রদেশে তাঁর সংসদীয় আসন লক্ষ্ণৌ-এর সরজিনী নগরে একটি বৈদ্যুতিক যানবাহন নির্মাণ কারখানার উদ্বোধন করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, সরকারের প্রতি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশ্বাস বাড়াতে বহু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সরল করা হয়েছে একাধিক নিয়মনীতি।

শ্রী সিং বলেন, প্রতিরক্ষা রফতানিও বেড়েছে বেশ কয়েকগুণ। যা আগে ১ হাজার কোটি টাকা ছিল, তা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার কোটি টাকায়। ২০২৯-৩০ সালের মধ্যে এই পরিমাণ ৫০ হাজার কোটি টাকার গন্ডি ছাড়িয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।