December 31, 2025 5:09 PM

printer

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অযোধ্যার রাম মন্দির চত্বরের অন্নপূর্ণা মন্দিরে ধ্বজা উত্তোলন করেন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রার্থনায় অংশ নেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অযোধ্যার রাম মন্দির চত্বরের অন্নপূর্ণা মন্দিরে ধ্বজা উত্তোলন করেন এবং রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে প্রার্থনায় অংশ নেন। শ্রী সিংয়ের সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাম মন্দিরে পৌঁছানোর আগে শ্রী সিং এবং শ্রী আদিত্যনাথ হনুমানগড়ি মন্দিরে প্রার্থনা করেন।

উল্লেখ্য, অন্নপূর্ণা মন্দিরটি রাম মন্দির চত্বরের সাতটি মন্দিরের মধ্যে একটি। গত মাসের ২৫ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের চূড়ায় একটি গেরুয়া ধ্বজা উত্তোলন ক’রে এর নির্মাণকাজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি অনুষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের ২২শে জানুয়ারি মন্দিরটিতে রাম লালার মূর্তি স্থাপন করা হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।