প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাফরি সামশোদ্দিন আজ দিল্লিতে, তৃতীয় ভারত-ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সংলাপে সভাপতিত্ব করেছেন। দুই নেতাই দু দেশের মধ্যে দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত করা ও সেই সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিয়েছেন। দুই দেশই মনে করে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সুস্থিতি,মুক্ত ও সমৃদ্ধশালী পরিবেশ গড়ে তোলার পক্ষপাতী। আন্তর্জাতিক আইন মেনে ও সার্বভৌমত্বকে মর্যাদা দিয়ে এ ধরনের পরিবেশ তৈরি করতে হবে। ভারত ও ইন্দোনেশিয়া, রিমের মতো নানা ধরনের সংগঠনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার বাতাবরণ আরও এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী। পারস্পরিক সহযোগিতার মধ্যে নৌ-চলাচলের পাশাপাশি সাইবার প্রতিস্থাপকতারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই দেশই চায় উদ্ভুত পরিস্থিতির মোকাবিলা করতে পারস্পরিক সহযোগিতা। ইন্দোনেশিয়া সরকার ভারতের প্রস্তাব অনুযায়ী প্রতিরক্ষা উৎপাদন সহযোগিতার জন্য একটি কমিটি তৈরির ব্যাপারে একমত হয়েছে।
Site Admin | November 27, 2025 9:45 PM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জাফরি সামশোদ্দিন আজ দিল্লিতে, তৃতীয় ভারত-ইন্দোনেশিয়া যৌথ প্রতিরক্ষা সংলাপে সভাপতিত্ব করেছেন