প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগামী পয়লা নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান গোষ্ঠীর প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বাদশ বৈঠক- ADMM-Plus-এ অংশ নেবেন। ‘ADMM-Plus-এর ১৫ বছরের কার্যক্রম এবং আগামী দিনের পথ নির্ধারণ’ বিষয়ে বক্তব্য রাখবেন তিনি। দুদিনের এই সফরে শ্রী সিং ADMM-Plus-এ অংশগ্রহণকারী দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। মালয়েশিয়ার শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে তাঁর।
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ADMM-Plus-এর আওতায় ভারত ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় বিশেষজ্ঞ গোষ্ঠীতে মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে সভাপতিত্ব করছে
চলতি মাসের ৩১ তারিখ মালয়েশিয়ার সভাপতিত্বে আয়োজন করা হবে আসিয়ান-ভারত প্রতিরক্ষা মন্ত্রীদের দ্বিতীয় বৈঠক। আসিয়ানের সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীরা এতে অংশ নেবেন। এই বৈঠকের লক্ষ্য হলো আসিয়ান রাষ্ট্র এবং ভারতের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা দৃঢ় করা এবং ‘অ্যাক্ট ইস্ট নীতি’কে আরও এগিয়ে নিয়ে যাওয়া।