মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 24, 2025 9:18 PM

printer

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা শক্তি ও জাতীয় চরিত্রের সংমিশ্রন

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর দেশের প্রতিরক্ষা শক্তি ও জাতীয় চরিত্রের সংমিশ্রন। আজ তিনি আর্মি কম্যান্ডার কনফারেন্সে দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে বলেন, অপারেশন সিন্দুর সেনাবাহিনীর সাহস ও সংযমের প্রতীক। তবে যতদিন পর্যন্ত একজনও সন্ত্রাসবাদী টিঁকে থাকবে ততদিন অপারেশন বন্ধ হবে না।তিনি বলেন, এই অভিযান বুঝিয়ে দিয়েছে, এবার থেকে ভারত নিজস্ব শর্তে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে।প্রতিরক্ষামন্ত্রী  আজ রাজস্থানের জয়সলমীরে সেনা কম্যান্ডার সম্মেলনের সভাপতিত্ব করেন। এই সম্মেলনে সেনা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের অফিসাররা অংশগ্রহণ করে থাকেন। আলোচ্য বিষয়ের মধ্যে থাকে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও আগামীদিনের পরিকল্পনা। আজকের সম্মেলনে উপস্থিত ছিলেন চিফ অফ স্টাফ জেনারেল অনিল চৌহান। আজ প্রতিরক্ষামন্ত্রী সম্মেলনের মঞ্চ থেকে নমন কেন্দ্র,সৈনিক যাত্রী মিত্র অ্যাপ, উপকরণ হেল্পলাইনের উদ্বোধন করেন। এই ব্যবস্থাগুলি সেনাবাহিনী ও তাদের পরিবারের চাহিদা মেটাতে সক্ষম হবে।