প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভারতীয় নৌ-বাহিনীর কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় সংস্করণে ভাষণ দেবেন। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখবেন তিনি। তিনদিন ব্যাপী এই সম্মেলনের গতকালই সূচনা হয়। অপারেশন সিন্দুর, নৌ-বাহিনীর বিভিন্ন কার্যক্রম এবং প্রতিরক্ষা কৌশল অনুশীলনের প্রেক্ষিতে এই সম্মেলন বিশেষ তাত্পর্যপূর্ণ। জাতীয় নেতৃত্ব ও প্রশাসনিক আধিকারিক এবং নৌ বাহিনীর মধ্যে সমন্বয় গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হল এই সম্মেলন। সম্মেলনে ভারত মহাসাগরীয় আঞ্চলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির পর্যালোচনা ও মূল্যায়ন করবেন নৌ বাহিনীর প্রধান, কমান্ডার ইন চিফ-রা।
Site Admin | October 23, 2025 8:54 AM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ভারতীয় নৌ-বাহিনীর কমান্ডারদের দ্বিবার্ষিক সম্মেলনে দ্বিতীয় সংস্করণে ভাষণ দেবেন।
