প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, শক্তিশালী পুলিশ বাহিনী মজবুত দেশ গঠন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সরকারের লক্ষ্যই হলো, শক্তিশালী পুলিশ বাহিনী গড়ে তোলা। নতুন দিল্লিতে আজ জাতীয় পুলিশ স্মারক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে, তিনি বলেন, দেশের সামরিক বাহিনী এবং পুলিশ বাহিনী , দুটি আলাদা মঞ্চ। কিন্তু তাদের উদ্দেশ্য এক। দেশকে রক্ষা করে সামরিক বাহিনী, অন্যদিকে পুলিশ সমাজরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পুলিশ বাহিনী দেশের সামাজিক সংহতি এবং ভৌগোলিক ঐক্য রক্ষায় দায়বদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী আজ জাতীয় পুলিশ স্মৃতি সৌধে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশ অমৃতকালের মধ্য দিয়ে চলেছে। ২০৪৭-এর বিকশিত ভারতের স্বপ্নকে সফল করতে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে সকলের সহযোগিতা প্রয়োজন।
উল্লেখ্য, ১৯৫৯ সালের এই দিনে লাদাখের হট স্প্রিংসে চীনা সেনাদের আক্রমণে ১০ জন বীর পুলিশ সদস্য প্রাণ হারিয়ে ছিলেন। সেই থেকে প্রতি বছর ২১-শে অক্টোবর পুলিশ স্মারক দিবস হিসেবে পালিত হয়।