প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্হায় লাগাতার বিভিন্ন সংস্কারমুখী ব্যবস্হার মাধ্যমে উদারীকরণ করা হয়েছে। ভারতকে আরও ব্যবসা বান্ধব করে তোলার জন্য নানা প্রক্রিয়ার সরলীকরণও করা হচ্ছে। আজ সিডনিতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পিটার খলিলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর শ্রী সিং বলেন, গত বছর দেশের প্রতিরক্ষা রফতানি প্রায় ২৩ হাজার ৬-শো ২২ কোটি টাকায় পৌঁছেছে। ভারতীয় কোম্পানীগুলি বিশ্বের ১-শো দেশে রফতানি করছে। তিনি অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্হাকে ভারতীয় শিল্পের সঙ্গে যুক্ত হওয়ারও আমন্ত্রণ জানান।