প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের প্রথম মহাকাশ যাত্রা অভিযান গগনযান পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, এটা শুধু প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং স্বনির্ভর ভারত গঠনের লক্ষে একটি বড় পদক্ষেপ। তিনি দিল্লিতে প্রথম মানব মহাকাশ অভিযান কর্মসূচীর জন্য নির্বাচিত চার মহাকাশচারী সম্বর্ধনা অনুষ্ঠানে বলেন, ভারত শুধু মহাকাশে উপগ্রহই পাঠায় না, দেশ দেখিয়ে দিয়েছে। আরও কি কি করতে আমাদের বিজ্ঞানীরা সক্ষম। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, চাঁদ ও মঙ্গলগ্রহে ইতিমধ্যেই ভারতীয় যান পৌঁছে গিয়েছে। তাঁর মতে শুধুমাত্র গবেষণা স্বার্থে এই অভিযান তা নয়, বরং অর্থনীতি, নিরাপত্তা, শক্তির সন্ধান এবং ভবিষ্যত মানব প্রজন্মের স্বার্থেও এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
নতুন দিল্লির সুব্রত পার্কে অবস্হিত বিমান বাহিনীর অডিটোরিয়ামে গগনযানের জন্য নির্বাচিত চার মহাকাশচারীকে সংবর্ধনা জানানো হয়। এরা হলেন, গ্রুপ ক্যাপটেন শুভাংশু শুক্লা, প্রশান্ত বালাকৃষ্ণাণ নায়ার, অজিত কৃষ্ণন এবং অঙ্গদ প্রতাপ।