প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্যবহৃত দেশীয় ব্যবস্থাপনা, ভারতে তৈরী প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আন্তর্জাতিক চাহিদাকে বাড়িয়ে তুলেছে। নতুন দিল্লীতে আজ কনট্রোলার্স কনফারেন্সে যোগ দিয়ে শ্রী সিং, প্রতিরক্ষা শিল্পে দেশের অপরিসীম সম্ভাবনার দিকে আলোকপাত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা প্রায় অর্জন করেই ফেলেছে। অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম, যা আগে বিদেশ থেকে আমদানী করতে হতো তা এখন দেশেই তৈরী করা হচ্ছে। বর্তমান সময়ে প্রতিরক্ষা অর্থনীতির ওপর জোর দিয়ে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলিতে প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে। ভারত সহ গোটা বিশ্ব প্রতিরক্ষা ক্ষেত্রে পুনরায় সশস্ত্রিকরনের নতুন পর্বের মধ্যে দিয়ে চলেছে। দেশে প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ সর্বাধিক বলেও উল্লেখ করেন শ্রী সিং।
Site Admin | July 7, 2025 9:20 PM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুরের সময় ব্যবহৃত দেশীয় ব্যবস্থাপনা, ভারতে তৈরী প্রতিরক্ষা সরঞ্জামের জন্য আন্তর্জাতিক চাহিদাকে বাড়িয়ে তুলেছে।
