প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় নতুন দিল্লীতে উইংস টু আওয়ার হোপস শীর্ষক একটি বইয়ের দ্বিতীয় খন্ড প্রকাশ করেন। ২০২৩ এর আগষ্ট মাস থেকে ২০২৪ সালের জুলাই মাস পর্যন্ত সময়কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর দেওয়া ভাষনের নির্বাচিত অংশের সংকলণ হলো এই বইটি। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং প্রতিমন্ত্রী ড. এল মুরুগান সেখানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্য পূরণে কাজ চালিয়ে যাওয়া প্রত্যেকের কাছে এই বই অত্যন্ত অনুপ্রেরনাদায়ক। বর্তমান সরকারের কার্যকালে মহিলাদের নেতৃত্বে উন্নয়নের ওপর আলোকপাত করে মন্ত্রী বলেন, অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত যে ঐতিহাসিক অভিযান চালিয়েছে তাতে সন্ত্রাসবাদীদের মনে ভয়ের সঞ্চার হয়েছে।
তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, এই বইটি থেকে আগামী প্রজন্ম রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর কল্যাণমূলক চিন্তাভাবনা সম্পর্কে অবহিত হবে।