প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভার্চুয়ালি লখনউ-এ ব্রহ্মস এয়ারোস্পেস উত্পাদন ইউনিটের উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিরক্ষা উত্পাদন সংক্রান্ত ইউনিটটি উত্তরপ্রদেশের শিল্পক্ষেত্রের উল্লেখযোগ্য অগ্রগতির সূচক বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের আত্মনির্ভরতাকেও এই উদ্যোগ এগিয়ে নিয়ে যাবে। ইউনিটটিতে শুধু ক্ষেপনাস্ত্র তৈরি হবে তা নয়, সেই সঙ্গে পরীক্ষানিরীক্ষা,সমন্বয় সাধনের কাজও করা হবে।
Site Admin | May 11, 2025 12:19 PM
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ভার্চুয়ালি লখনউ-এ ব্রহ্মস এয়ারোস্পেস উত্পাদন ইউনিটের উদ্বোধন করবেন।
