প্রতিবেশী বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন এমাসের শেষে, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশ প্রশাসনের সঙ্গে বৈঠকে বসবে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আগামী ৩০ অক্টোবর এই চার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা CEO-দের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন। এছাড়াও থাকবেন সব রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, সেন্ট্রাল এক্সসাইজ বিভাগ সহ অন্য শুল্ক দপ্তরের আধিকারিকরা ।
ভোটের সময় প্রতিবেশী রাজ্য থেকে কেউ যাতে টাকা, মদ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে বিহারে প্রবেশ করতে না পারে তা নিয়েই এই বৈঠক বলে কমিশন সূত্রে জানা গেছে।
 
									 
		 
									 
									 
									