প্রতিবেশী দেশ নেপালে উদ্ভূত সঙ্কটের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী এলাকায় রাজ্য সরকার উচ্চ সতর্কতা জারি করেছে। সীমান্তবর্তী জেলাগুলির নিরাপত্তা আরো জোরদার করতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নেপালে আটকে পড়া ভারতীয়দের সহায়তায় লক্ষনৌ-এ পুলিশের হেড কোয়ার্টারে খোলা হয়েছে ২৪ ঘন্টার বিশেষ কন্ট্রোলরুম। নেপালের পরিস্থিতি সংক্রান্ত যেকোনো পোস্ট নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, পুলিশের সোশ্যাল মিডিয়া ইউনিটকে সেদিকে নজর রাখতে বলা হয়েছে।
এদিকে, নেপালের অশান্তির জেরে ভারত-নেপাল সীমান্ত পশ্চিমবঙ্গের শিলিগুড়ির পানিট্যাংকি এলাকায় উচ্চপর্যায়ের SSB আধিকারিকদের উত্তরবঙ্গ পুলিশের আই জি রাজেশ যাদব, উচ্চ পর্যায়ের বৈঠক করেন। গতকালের এই বৈঠকে ভারতে যাতে কোনভাবে অশান্তি ছড়িয়ে না পড়ে, সেবিষয়ে আলোচনা হয়। সীমান্তবর্তী এলাকায় রাজ্য পুলিশের বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও, নেপাল থেকে যারা এদেশে আসছেন, তাঁদের ওপরেও নজর রাখা হচ্ছে।