প্যারিস ল্যুভর মিউজিয়ামে নাটকীয় গহনা ও রত্ন চুরির ঘটনায় ৮ কোটি ৮০ লক্ষ ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। তবে, এর ঐতিহাসিক মূল্য অপরিসীম। গত রবিবার সকালে চার সন্দেহভাজন দুষ্কৃতি ক্রেন দিয়ে উঠে জানালা ভেঙে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে। ফ্রান্সের রাজ পরিবারের সঙ্গে যুক্ত ৮-টি দুঃষ্প্রাপ্য নিদর্শন হাতিয়ে চম্পট দেয় তারা। শতাধিক তদন্তকারী আধিকারিক এই মামলায় দোষীদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ক্ষতিয়ে দেখা হচ্ছে আঙ্গুলের ছাপ। তবে, জিনিষগুলি নষ্ট না করতে চোরেদের কাছে আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ।
Site Admin | October 22, 2025 11:29 AM
প্যারিস ল্যুভর মিউজিয়ামে নাটকীয় গহনা ও রত্ন চুরির ঘটনায় ৮ কোটি ৮০ লক্ষ ইউরোর আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
