মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 7, 2024 12:07 PM

printer

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের শট পাট এফ ৫৭ ফাইনাল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের হোকাতো হোতোঝে সেমা

প্যারিস প্যারালিম্পিক্সে পুরুষদের শট পাট এফ ৫৭ ফাইনাল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ভারতের হোকাতো হোতোঝে সেমা। ফাইনালে হোকাতো ১৪.৬৫ মিটার দূরে লোহার বল নিক্ষেপ করেন। উল্লেখ্য ২০০২ সালে নিয়ন্ত্রণরেখায় অভিযানের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে পা হারান নবম অসম রেজিমেন্টের হাবিলদার হোকাতো। বর্তমানে তিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে সপ্তম স্থানেরয়েছেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও ব্রোঞ্জ পদক জয়ের জন্য সেমাকে অভিনন্দন জানিয়েছেন।