মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

July 30, 2024 7:43 PM

printer

প্যারিস অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতলেন মনু ভাকের ও সরবজ্যোত সিং।

শুটিংয়ে আরো একটি পদক এলো ভারতের ঘরে। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে আজ ব্রোঞ্জ জিতেছেন, মনু ভাকের ও সরবজোৎ সিং। তাঁরা দক্ষিণ কোরিয় জুটি ও-ই-জিন এবং লিওন হো-কে ১৬-১০ ব্যবধানে পরাজিত করেন। মনু ভাকের প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিকে দুটি পদক জিতে ইতিহাস গড়লেন। অলিম্পিকে পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা শ্যুটার হ প্যার কৃতিত্ব’ও অর্জন করলেন তিনি। এর আগে মনু ভাকের, মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জেতেন। সরবজোৎ সিং-এর এটি হল প্রথম অলিম্পিক পদক।
উল্লেখ্য ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং কুস্তিগীর সুশীল কুমার এর আগে দুটি করে পদক জিতেছিলেন, তবে সেগুলি ছিল দুটি আলাদা অলিম্পিকে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।