মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

June 21, 2025 11:21 AM

printer

প্যারিসের স্তাদে সেবাস্তিয়ান শারলেটিতে নীরজ চোপড়া প্যারিস ডায়মন্ড লীগ খেতাব জয় করেছেন

প্যারিসের স্তাদে সেবাস্তিয়ান শারলেটিতে অলিম্পিকে স্বর্ণপদক জয়ী ভারতের নীরজ চোপড়া গতরাতে ৮৮ দশমিক ১৬ মিটার বর্শা নিক্ষেপ করে প্যারিস ডায়মন্ড লীগ খেতাব জয় করেছেন। এর আগে তিনি তিনটি ফাউল থ্রো করলেও খেতাব জিততে সক্ষম হন।

জার্মানির জুলিয়ান ওয়েবার ৮৬ দশমিক ২০ মিটার ছুঁড়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। ব্রাজিলের মৌরিসিও দা সিলভা ৮৬ দশমিক ৬২ মিটার নিক্ষেপ করে ব্রোঞ্জ পদক পান। অন্য দুই প্রতিযোগী কেশোর্ন ওয়ালকট ও অ্যান্ডারসন পিটার্স ৮২ মিটারের দূরত্ব অতিক্রম করতে ব্যর্থ হন।

২০১৭র পরে এটি নীরজের প্যারিসে প্রথম প্রতিযোগিতা। উল্লেখ্য, প্যারিসে ডায়মন্ড লিগ ২০২৫য়ের অষ্টম দফা অনুষ্ঠিত হচ্ছে, যা অগাস্ট মাসে জুরিখে শেষ হবে।