প্যারা শুটিং বিশ্বকাপে, ভারতের অবনী লেখারা গতকাল দুবাইয়ের আল আইনে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1-এ সোনা জিতেছেন। তিনি সুইডেনের আনা বেসননকে হারিয়ে এই পদক জিতেছেন। এদিকে, থাইল্যান্ডের ওয়ান্নিপা লেউংভিলাই ব্রোঞ্জ পদক জিতেছেন। মিক্সড ৫০ মিটার পিস্তল SH1 ইভেন্টের ব্যক্তিগত বিভাগে ভার সোনা ও রূপো জিতেছে এবং দলগত বিভাগে রূপো জিতেছে। ব্যক্তিগত বিভাগের ফাইনালে, ভারতের আকাশ, সন্দীপ কুমারকে হারিয়ে সোনা জিতেছেন। রুদ্রাংশ খান্ডেলওয়াল, আকাশ এবং সন্দীপ কুমার দলগত বিভাগে রূপো জিতেছে। সোনা জিতেছে ইরান।
Site Admin | November 2, 2025 7:04 PM
প্যারা শুটিং বিশ্বকাপে, ভারতের অবনী লেখারা গতকাল দুবাইয়ের আল আইনে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল স্ট্যান্ডিং SH1-এ সোনা জিতেছেন।