পোপ লিও তাঁর প্রথম বড়দিনের ভাষণে গাজা ভূখণ্ডে প্যালেস্তিনীয়দের অবর্ণনীয় দুর্দশার তীব্র নিন্দা করেছেন। প্রথম মার্কিন পোপ লিও চলতি বছরের মে মাসে নির্বাচিত হন।
উল্লেখ্য, গত দু’বছর ধরে বোমা হামলা ও সামরিক অভিযানের পর চলতি বছরের অক্টোবর মাসে ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, এই অঞ্চলে মানবিক ত্রাণ এখনও পৌঁছয়নি।