April 20, 2025 10:34 AM

printer

পেরুর লিমায় আইএসএসএফ বিশ্বকাপ শুটিংয়ে, ভারতীয় শ্যুটার অর্জুন বাবুতা  ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে রূপো পেয়েছেন।

পেরুর লিমায় আইএসএসএফ বিশ্বকাপ শুটিংয়েভারতীয় শ্যুটার অর্জুন বাবুতা  ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালে অল্পের জন্য স্বর্নপদক হাতছাড়া করেছেন। বাবুটা অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের লিহাও শেংয়ের চেয়ে মাত্র ০.১ পয়েন্ট পিছিয়ে থেকে রূপো পেয়েছেন।   ১০ মিটার এয়ার পিস্তলে ভারতের সুরুচি ইন্দর সিং দুটি সোনা পেয়েছেন।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।