মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

April 21, 2025 9:55 AM

printer

পেরুর লিমায় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে ভারতের অর্জুন বাবুতা পুরুষদের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপো জিতেছেন

পেরুর লিমায় অনুষ্ঠিত আইএসএসএফ শুটিং বিশ্বকাপে ভারতের অর্জুন বাবুতা পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে রূপো জিতেছেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে বাবুতা অলিম্পিক চ্যাম্পিয়ন চীনের শেং লিহাও এর কাছে শূন্য দশমিক এক পয়েন্টে পরাজিত হন। বাবুতা ২৫২.৩ পয়েন্ট পান, শেঙ লিহাও পান ২৫২.৪ পয়েন্ট। হাঙ্গেরির শ্যুটার ইস্টভান পেনি ২২৯.৮ পয়েন্ট সংগ্রহ করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এদিকে, মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে আর্য বরসে পঞ্চম স্থানে শেষ করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।