পেনশন তহবিল নিয়ন্ত্রক এবং উন্নয়ন কর্তৃপক্ষ-পিএফআরডিএ, অভিন্ন পেনশন প্রকল্প-UPS কার্যকর করার জন্য নীতি নির্দেশিকা জারি করেছে।
জাতীয় পেনশন ব্যবস্থা- এনপিএস-এর আওতাভুক্ত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য চলতি বছরের জানুয়ারিতে সরকার, এই প্রকল্পের কথা ঘোষণা করে। আগামী মাসের পয়লা তারিখ থেকে এই নিয়ম কার্যকর হবে।
তিন ধরণের কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে। পয়লা এপ্রিল বা তারপরেও যারা চাকরি করছেন, পয়লা এপ্রিল বা তারপরে যারা চাকরিতে যোগ দিয়েছেন এবং এনপিএসের আওতাভুক্ত প্রাক্তন কেন্দ্রীয় সরকারী কর্মচারী মেয়াদ শেষে যিনি অবসর নিয়েছেন বা স্বেচ্ছাবসর নিয়েছেন অথবা ফান্ডামেন্টাল রুল 56 (জে)-এর অধীনে ৩১ শে মার্চ বা তার আগে অবসর গ্রহণকারীরা এই ইউপিএসের আওতায় আসবেন। এসংক্রান্ত আবেদনের জন্য npscra.nsdl.co.in ওয়েবসাইটে পয়লা এপ্রিল থেকে অনলাইনে ফর্ম পাওয়া যাবে।