পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, মুক্ত লাইসেন্স নীতির আওতায় নিলামের নবম পর্যায়ে এক লক্ষ ৩৬ হাজার স্কোয়ার কিলোমিটারের ২৮টি ব্লকের দরপত্র আহ্বান করেছে।
এই নিলামের তাৎপর্য ব্যাখ্যা করে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, ভারত এর ফলে এযাবতকাল অনাবিষ্কৃত সম্ভাবনাময় ক্ষেত্রগুলি উন্মুক্ত করতে পারবে। পাশাপাশি আমদানি নির্ভরতাও কমবে।
Site Admin | April 16, 2025 8:30 AM
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক, মুক্ত লাইসেন্স নীতির আওতায় নিলামের নবম পর্যায়ে এক লক্ষ ৩৬ হাজার স্কোয়ার কিলোমিটারের ২৮টি ব্লকের দরপত্র আহ্বান করেছে।
