পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে ভারত মূল লক্ষ্যমাত্রার পাঁচ বছর আগেই পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যপূরণ করতে পেরেছে। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রী পুরী বলেছেন যে ২০১৪ সালের মাত্র ১ দশমিক ৫ শতাংশ থেকে ২০২৫ সালে ২০ শতাংশের এই বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রায় ১ দশমিক ৩৬ লক্ষ কোটি টাকা সাশ্রয় হয়েছে। তিনি বলেছেন যে এর ফলে কৃষকদের ১ দশমিক ১৮ লক্ষ কোটি টাকা ক্ষতিপূরণ হয়েছে এবং ৬৯৮ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড নির্গমন হ্রাস পেয়েছে।
Site Admin | July 24, 2025 8:06 AM
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন যে ভারত মূল লক্ষ্যমাত্রার পাঁচ বছর আগেই পেট্রোলে ২০ শতাংশ ইথানল মিশ্রণের লক্ষ্যপূরণ করতে পেরেছে।
