আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। সারাদিনই আজ রোদ ঝলমলে আবহাওয়া থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ স্থানে থেকেই খালি চোখে এই গ্রহণ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
ইতোমধ্যেই পূর্ব আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে উৎসুক জনগণ বিভিন্ন খোলা স্থানে, ছাদে ভিড় জমিয়েছেন।
বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালায় সন্ধ্যে থেকেই শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। রাত ৯ টা ৫৭ মিনিটে শুরু হবে আংশিক গ্রহণ , গ্রহণ শেষ হবে রাত ১ টা ২৭ মিনিটে। এর মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে রাত ১১ টা ১ থেকে ১২ টা ২৩ মিনিট পর্যন্ত।
এদিকে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ শিবপুর বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে টেলিস্কোপের সাহায্যে এই দৃশ্য দেখানোর ব্যবস্হা করা হয়েছে। মানুষকে কুসংস্কার মুক্ত হওয়ার জন্য তারা আহ্বান জানান।
এই বিষয়টিকে কেন্দ্র করে গুগল জিপিএস এর মাধ্যমে চন্দ্রগ্রহণের ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়া কুসংস্কারে বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে অনলাইনে জনমত সমীক্ষার ব্যবস্থা করা হয়েছে।