মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 29, 2024 1:08 PM

printer

পূর্ব লাদাখে দৌলত বেগ ওলদি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারের সময় সেনা বাহিনীর একটি ট্যাঙ্ক ভেসে পাঁচ জওয়ানের মৃত্যু

পূর্ব লাদাখে দৌলত বেগ ওলদি এলাকায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পারের সময় সেনা বাহিনীর একটি ট্যাঙ্ক ভেসে গেলে এক জুনিয়ার কমিশন আধিকারিক সহ পাঁচ জওয়ানের মৃত্যু হয়েছে। গত সন্ধ্যায় সামরিক মহড়া চলাকালীন নদীতে নিওমা – চুশুল এলাকার ওই নদীতে টি-সেভেনটি টু ট্যাঙ্কটি নামানো হয়। হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যায় সেটি। সেনাবাহিনী জানিয়েছে, পাঁচটি দেহই উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। এক বার্তায় তিনি বলেন, দেশের প্রতি বীর জওয়ানদের এই আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ এই বিপদের সময় তাদের পাশে রয়েছে।