December 20, 2025 7:24 PM

printer

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমানায় ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (20.12.25) রাত সাড়ে ১১ টা থেকে আগামীকাল (21.12.25)ভোর সাড়ে ৫ টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল স্টেশন সীমানায় ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ (20.12.25) রাত সাড়ে ১১ টা থেকে আগামীকাল (21.12.25)ভোর সাড়ে ৫ টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ট্র্যাফিক ব্লক থাকবে। এই কারণে আজ নৈহাটি থেকে 37557 নৈহাটি – ব্যান্ডেল লোকাল, ব্যান্ডেল থেকে 37284 ব্যান্ডেল – হাওড়া লোকাল,  37558 ব্যান্ডেল – নৈহাটি লোকাল এবং হাওড়া থেকে 37289 হাওড়া – ব্যান্ডেল লোকাল  বাতিল থাকবে।আগামীকাল নৈহাটি থেকে 37521 নৈহাটি – ব্যান্ডেল লোকাল এবং ব্যান্ডেল থেকে 37522 ব্যান্ডেল – নৈহাটি লোকাল বাতিল থাকবে। এছাড়া আগামীকাল 63501 হাওড়া- বর্ধমান MEMU  প্যাসেঞ্জার ডানকুনি হয়ে যাবে বলে রেল সূত্রের খবর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।