পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু সেকশনে আগামীকাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই কারণে আগামীকাল ওই ডিভিশনে বেশ কিছু ট্রেন বাতিল থাকবে। আগামীকাল হাওড়া থেকে চারটি, ব্যান্ডেল আরামবাগ থেকে দুটি করে এবং বর্ধমান, শেওড়াফুলি ও কাটোয়া থেকে একটি করে EMU লোকাল বাতিল থাকবে। হাওড়া থেকে 37055 হাওড়া – শেওড়াফুলি 37249 হাওড়া – ব্যান্ডেল 37363 হাওড়া – আরামবাগ 36823 হাওড়া – বর্ধমান লোকাল ব্যান্ডেল থেকে 37246 ব্যান্ডেল – হাওড়া, 37749 ব্যান্ডেল – কাটোয়া লোকাল, বর্ধমান থেকে 36834 বর্ধমান – হাওড়া লোকাল, শেওড়াফুলি থেকে 37056 শেওড়াফুলি – হাওড়া লোকাল, আরামবাগ থেকে 37364 আরামবাগ – হাওড়া , 37396 আরামবাগ – তারকেশ্বর লোকাল কাটোয়া থেকে 37748 কাটোয়া – ব্যান্ডেল লোকাল বাতিল থাকবে। এছাড়া, 37365 হাওড়া – আরামবাগ লোকাল তারকেশ্বরে যাত্রা শেষ করবে বলে রেল সূত্রের খবর।
Site Admin | December 20, 2025 7:19 PM
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের বেশ কিছু সেকশনে আগামীকাল রক্ষণাবেক্ষণ কাজের জন্য ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ করা হচ্ছে।