মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

January 22, 2025 1:25 PM

printer

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের চলমান ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য ২৩শে জানুয়ারি থেকে ২৬শে জানুয়ারি পর্যন্ত বেশ কিছু EMU লোকাল বাতিল থাকবে।

পূর্ব রেলের হাওড়া ডিভিশনের চলমান ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য আগামীকাল ( ২৩ জানুয়ারি ) থেকে আগামী রবিবার ( ২৬ জানুয়ারি) পর্যন্ত ওই ডিভিশনের বেশ কিছু EMU লোকাল বাতিল থাকবে। ওই সময়কালেব্যান্ডেল থেকে হাওড়া ১৫ টি, শেওড়াফুলি থেকে হাওড়া মোট ১১ টি, বেলুড় মঠ থেকে হাওড়া দুটি, শ্রীরামপুর থেকে হাওড়া দুটি, হাওড়া থেকে ব্যান্ডেল ১৫টি, হাওড়া থেকে শেওড়াফুলি ১১টি হাওড়া থেকে বেলুড় মঠ দুটি এবং হাওড়া থেকে শ্রীরামপুর দুটি ট্রেন বাতিল থাকবে।
ব্যান্ডেল-হাওড়া মাতৃভূমি লেডিস স্পেশাল ও আগামী ২৩ থেকে ২৬শে জানুয়ারি বাতিল থাকবে। এর পরিবর্তে একটি ডাউন প্যাসেঞ্জার স্পেশাল ব্যান্ডেল থেকে একই পথে রওনা হবে।আগামীকাল থেকে রবিবার হাওড়া ও ব্যান্ডেল এর মধ্যে চারজোড়া প্যাসেঞ্জার স্পেশাল চালানো হবে।