September 10, 2025 11:41 AM

printer

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে সম্প্রতি AC EMU লোকাল চালুর পর যাত্রীরা তা ব্যাপক ভাবে ব্যবহার করায় শহরতলীর রেল পরিবহনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে।

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে সম্প্রতি AC EMU লোকাল চালুর পর যাত্রীরা তা ব্যাপক ভাবে ব্যবহার করায় শহরতলীর রেল পরিবহনে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। বর্তমানে শিয়ালদা – রানাঘাট, শিয়ালদা – বনগাঁ – রানাঘাট এবং শিয়ালদা – কৃষ্ণনগর এই তিন রুটে AC EMU লোকাল চলাচল করছে। যাত্রীদের থেকে বিপুল সাড়া পাওয়ার পর এবং বিভিন্ন স্টেশনে অতিরিক্ত স্টপেজের ক্রম বর্ধমান চাহিদার কথা বিবেচনা করে শিয়ালদা ডিভিশন আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শিয়ালদা – রানাঘাট, এবং শিয়ালদা – বনগাঁ – রানাঘাট AC EMU লোকালে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই অনুসারে, 31637/31638 শিয়ালদা – রানাঘাট AC EMU লোকাল শ্যামনগর ও বেলঘরিয়া, এবং 33761/33762 শিয়ালদা – বনগাঁ – রানাঘাট এসি EMU লোকাল চাঁদপাড়া, মছলন্দপুর অশোকনগর রোড, বীরা এবং বিরাটি স্টেশনে পরীক্ষামূলক ভাবে স্টপেজ দেবে। তবে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একমাসের জন্য পরীক্ষামূলক ভাবে দেওয়া এই স্টপেজের প্রেক্ষিতে যাত্রীদের Monthly Season টিকিট দেওয়া হবে না বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর।