মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

June 28, 2024 12:28 PM

printer

পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে শহরতলীর বিভিন্ন স্টেশনে আগামী পয়লা জুলাই থেকে সম্পূর্ণ রূপে ১২ কোচের EMU লোকাল চলবে।

পূর্ব রেলের শিয়ালদহ স্টেশন থেকে শহরতলীর বিভিন্ন স্টেশনে আগামী পয়লা জুলাই থেকে সম্পূর্ণ রূপে ১২ কোচের EMU লোকাল ট্রেন চালানোর জন্য এখন যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। পয়লা জুলাই থেকে এই পরিষেবা পেতে ১২কোচ কার কম্পোজিশন সহ তৃতীয় ধাপের কাজটি দ্রুত গতিতে করা হচ্ছে। নতুন আধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং (EI) সিস্টেম এবং ইয়ার্ড রিমডেলিং এর কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে।প্ল্যাটফর্মের সম্প্রসারণের কাজগুলি প্রায় শেষ হয়ে গেছে এবং বাকি সামান্য কয়েকটি কাজ অতি দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। শিয়ালদহ ডিভিশনের ৯ কোচের ইএমইউ-এর অনেক রেক ছিল। গত ছয় মাস ধরে এই ডিভিশনের নারকেলডাঙা এবং বারাসাতে ইএমইউ রক্ষণাবেক্ষণ কারশেডগুলিতে অতিরিক্ত মোটর কোচ এবং ট্রেলার কোচ সংযুক্ত করে ৯-কার ইএমইউকে ১২-কার ইএমইউতে রূপান্তর করার জন্য দিনরাত কাজ করছে। পাশাপাশি ICF থেকে প্রাপ্ত ১০টি নতুন রেক সফলভাবে কমিশন করা হয়েছে। রূপান্তরের কাজটি আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে বলে শিয়ালদা ডিভিশন সূত্রের খবর।