পূর্ব রেলের শিয়ালদহ বিভাগের টিকিট পরীক্ষকদের জন্য বিশেষ পরিচয় ব্যাজ চালু হয়েছে।
শিয়ালদার DRM রাজীব ও সাক্সেনা গত পরশু (14.05.2025) শিয়ালদহ বিভাগের সমস্ত টিকিট পরীক্ষক কর্মীদের জন্য একটি বিশেষ লোগোসহ পরিচয় ব্যাজ চালু করেছেন। এই পদক্ষেপটি ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার যশরাম মীনার তত্ত্বাবধানে বাস্তবায়িত হয়েছে। নতুনভাবে নকশা করা এই ব্যাজ এখন থেকে সকল টিকিট পরীক্ষকদের জন্য ইউনিফর্মের একটি আবশ্যিক অংশ হবে এবং এটি ভুয়া টিকিট পরীক্ষকদের শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার জন্য প্রামাণিক কর্মীদের পরিচয়কে স্পষ্টভাবে দৃশ্যমান করা এবং কর্মীদের মধ্যে দায়বদ্ধতার মানসিকতাকে আরও জোরদার করা।
ডিআরএম বলেন, এই দূরদর্শী উদ্যোগটি ভারতীয় রেলের টিকিট পরীক্ষক কর্মীদের মধ্যে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে। লোগোসহ এই বিশেষ পরিচয় ব্যাজ টিকিট পরীক্ষণের কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা অনেকাংশে বাড়িয়ে তুলবে বলে তিনি মনে করেন।