মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

September 10, 2024 6:26 PM

printer

পূর্ব মেদিনীপুরের বাকচায় বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইঞা হত্যার তদন্তে NIA, জেলার ৯-টি জায়গায় তল্লাশি চালায়।

পূর্ব মেদিনীপুরের বাকচায় বিজেপি-র বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইঞা হত্যার তদন্তে NIA, জেলার ৯-টি জায়গায় তল্লাশি চালায়। জাতীয় তদন্ত সংস্থার প্রায় ২০০ জন আধিকারিক ১৪ টি দলে ভাগ হয়ে গতকাল গভীর রাত থেকে আজ দুপুর পর্যন্ত এই তল্লাশির কাজ করে। সেই সঙ্গে বেশ কয়েকজনকে জেরাও করা হয়। তল্লাশি ও জেরা শেষে NIA-এর দল ময়না থানায় যায়। সেখানে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ তাঁদের কথাবার্তা চলে।
উল্লেখ্য, ২০২৩ সালের মে মাসে বিজেপি-র ২৩৪ নম্বর বুথের সভাপতি বিজয়কৃষ্ণ ভূঁইঞাকে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিরা মারধোর করে বাইকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে। বাড়ি থেকে কিছুটা দুরে তার দেহ উদ্ধার হয়।
এই খুনের ঘটনায় মোট ৩৪ জনের নামে এফ আই আর হয়। তার মধ্যে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই হাইকোর্টের নির্দেশে বাকচার বিজয়কৃষ্ণ ভূঁঞা খুনের ঘটনায় এন আই এ তদন্ত শুরু হয়।
এই তদন্তে ভোর রাত থেকেই ময়না, গোড়ামহল সহ বিভিন্ন এলাকায় জাতীয় তদন্তকারী সংস্থা তল্লাশি চালায়। বিজয় কৃষ্ণ খুনের ঘটনায় এফআইআর এ নাম থাকা অভিযুক্ত মোট ৯ জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের বাড়িতে হানা দেয় তাঁরা। যদিও তাদের বেশ কয়েকজন ফেরার। এ ছাড়া কয়েকজন তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে হানা দেয় এন আই এ, কয়েকজনের বাড়ি সিল ও করে দেয় ।