পূর্ব কলকাতার জলাভূমি বাঁচাতে কলকাতা হাইকোর্ট, দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন, জলাভূমি কর্তৃপক্ষ, রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং CESC-কে আরো সক্রিয় হতে নির্দেশ দিয়েছে। বিচারপতি অমৃতা সিন্হা, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকলেও বেআইনি নির্মাণ চিহ্নিত করা ও ভাঙার ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছেনা বলে তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন। বেআইনি নির্মাণের ওপর বসবাসকারীদের বিদ্যুৎ সংযোগের বিষয়ে বোঝানোর জন্যেও বিচারপতি দুই বিদ্যুৎ সংস্থাকে নির্দেশ দিয়েছেন। চিহ্নিত ৫৫০ টি বেআইনি নির্মাণ অবিলম্বে ভেঙ্গে জলাভূমি বাঁচানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলেছে আদালত।
আগামী বৃহস্পতিবার (২৬ জুন) তিন কর্তৃপক্ষের যৌথ প্রতিনিধি দল ঐ এলাকায় পরিদর্শনে যাবে বলে আদালতকে জানানো হয়েছে।