পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের কালিনারায়নপুর – শান্তিপুর সেকশনে চতুর্থ লাইন চালুর উদ্দেশে কালীনারায়নপুর স্টেশনে আজ রাত ৮ টা থেকে আগামী সোমবার ভোর চারটে পর্যন্ত মোট ৫৬ ঘণ্টা Non – Interlocking কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কারণে আজ এবং শনিবার ওই সেকশন দিয়ে চলাচলকারী বেশ কিছু ট্রেনের সময় সূচি পরিবর্তন ও যাত্রা সংক্ষিপ্ত করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।
Site Admin | June 13, 2025 11:16 AM
পূর্বরেলের কালিনারায়নপুর-শান্তিপুর সেকশনে আজ রাত ৮ টা থেকে ৫৬ ঘণ্টা Non-Interlocking কাজের জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে